এক গ্রাম্য বধুর প্রচেষ্টায় ডায়মন্ডহারবারে প্রতিষ্ঠিত হলো “স্বপ্ন পুস্তক” গ্রন্থালয়। গ্রাম্য বধুর প্রচেষ্টায় ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত হলো ”স্বপ্ন পুস্তক” গ্রন্থালয়। বর্তমান করোনা আবহে বাসুলডাঙ্গা এলাকার মধ্যে স্কুলের ছেলেমেয়েরা যখন নিজের বাড়িতে রয়েছে, দরিদ্র পরিবারের ছেলেরা মেয়েরা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না।
এই পরিস্থিতির কথা ভেবেই একটি গ্রন্থালয় খোলার সিদ্ধান্ত নেন নাজিমা খাতুন নামে এক গৃহবধূ। তার দুটি সন্তানের জন্মদিনে বিভিন্ন এলাকাবাসীর কাছ থেকে নানান বই সংগ্রহ করে গ্রন্থকারের শুভ উদ্বোধন করলেন।
গ্রাম্য বধূর এই উদ্যোগকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার এই গ্রন্থালয় উদ্বোধনে উপস্থিত হন অধ্যাপক ডঃ সুভাষ হালদার, বিশিষ্ট সাংবাদিক শাকিল আহমেদ, আইনজীবী নুপুর পুরকাইত, চিকিৎসক আকবর হোসেন, শিক্ষক মোহাম্মদ আবু নঈম, সাংবাদিক সানওয়ার হোসেন।প্রথম পর্যায়ে কয়েক-শ বই নিয়ে “স্বপ্ন পুস্তক” গ্রন্থালয় এর পথ চলা শুরু হলো। এই গ্রন্থালয় এর প্রতিষ্ঠাতা নাজিমা খাতুন পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী।
আর ও পড়ুন চাঁদার জুলুম, প্রতিবাদীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ
উল্লেখ্য,গ্রাম্য বধুর প্রচেষ্টায় ডায়মন্ডহারবারে প্রতিষ্ঠিত হলো “স্বপ্ন পুস্তক” গ্রন্থালয়। গ্রাম্য বধুর প্রচেষ্টায় ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত হলো ”স্বপ্ন পুস্তক” গ্রন্থালয়। বর্তমান করোনা আবহে বাসুলডাঙ্গা এলাকার মধ্যে স্কুলের ছেলেমেয়েরা যখন নিজের বাড়িতে রয়েছে, দরিদ্র পরিবারের ছেলেরা মেয়েরা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না।এই পরিস্থিতির কথা ভেবেই একটি গ্রন্থালয় খোলার সিদ্ধান্ত নেন নাজিমা খাতুন নামে এক গৃহবধূ। তার দুটি সন্তানের জন্মদিনে বিভিন্ন এলাকাবাসীর কাছ থেকে নানান বই সংগ্রহ করে গ্রন্থকারের শুভ উদ্বোধন করলেন।
গ্রাম্য বধূর এই উদ্যোগকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।মঙ্গলবার এই গ্রন্থালয় উদ্বোধনে উপস্থিত হন অধ্যাপক ডঃ সুভাষ হালদার, বিশিষ্ট সাংবাদিক শাকিল আহমেদ, আইনজীবী নুপুর পুরকাইত, চিকিৎসক আকবর হোসেন, শিক্ষক মোহাম্মদ আবু নঈম, সাংবাদিক সানওয়ার হোসেন।প্রথম পর্যায়ে কয়েক-শ বই নিয়ে “স্বপ্ন পুস্তক” গ্রন্থালয় এর পথ চলা শুরু হলো। এই গ্রন্থালয় এর প্রতিষ্ঠাতা নাজিমা খাতুন পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। গ্রাম্য বধুর প্রচেষ্টায় ডায়মন্ডহারবারে প্রতিষ্ঠিত হলো “স্বপ্ন পুস্তক” গ্রন্থালয়। গ্রাম্য বধুর প্রচেষ্টায় ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত হলো
”স্বপ্ন পুস্তক” গ্রন্থালয়। বর্তমান করোনা আবহে বাসুলডাঙ্গা এলাকার মধ্যে স্কুলের ছেলেমেয়েরা যখন নিজের বাড়িতে রয়েছে, দরিদ্র পরিবারের ছেলেরা মেয়েরা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না। এই পরিস্থিতির কথা ভেবেই একটি গ্রন্থালয় খোলার সিদ্ধান্ত নেন নাজিমা খাতুন নামে এক গৃহবধূ। তার দুটি সন্তানের জন্মদিনে বিভিন্ন এলাকাবাসীর কাছ থেকে নানান বই সংগ্রহ করে গ্রন্থকারের শুভ উদ্বোধন করলেন।
গ্রাম্য বধূর এই উদ্যোগকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।