উত্তর ২৪পরগণা:- বড়সড় সাফল্য বারাসাত থানার পুলিশ।এক প্রতারক কে বিহারের পাটনা থেকে ধরে আনলো বারাসাত থানার পুলিশ।রবি সিং নামে এক ব্যক্তিকে বিহারের পাটনা থেকে গেপ্তার করে আনে বারাসত থানার পুলিশ।অভিযুক্তের বিরুদ্ধে মাক্স বানানোর জাল মেশিন দিয়ে লাক্ষাধিক টাকা জালিয়াতি করার অভিযোগ।বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয় রবি সিং এর বিরুদ্ধে।তারপর তদন্তে নামে বারাসত থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বিহারের পাটনায় অভিযান চালায় স্থানীয় থানার সহযোগিতায়।গতকালই সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে বারাসাত থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবি সিং ধোনি প্রতারক ব্যক্তি অভিযোগকারী সঞ্জয় সরকার কাছ থেকে আট লক্ষ টাকা নিয়েছিলেন, সেই টাকাটি পুরোটাই রিকভারি করে দেয় বারাসাত থানার পুলিশ। অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে।