নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১লা আগস্ট :লেক টাউন থানা এলাকার অন্তর্গত এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার এক পরিচারিকা । ফাঁকা বাড়ি সুযোগ নিয়েই চুরি করে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর।নদিয়ার বাসিন্দা কল্পনা পাঠক কে লেকটাউন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর বেশ কয়েকমাস ধরে লেকটাউন এর বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করছিল নদিয়ার বাসিন্দা কল্পনা পাঠক।গত শনিবার আলমারি থেকে লক্ষাধিক টাকা চুরি হয়।এর পর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লেকটাউন এলাকা থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়।