এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ মা কে খুন করার অভিযোগে আটক করল বাবাকে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে নয়াগ্রাম থানার বালিগেড়িয়া এলাকার কুনিশোল গ্রামে। পুলিশ জানিয়েছে নিহত মহিলার নাম বুলবুলি মাহাত(৬০)। এদিন শুক্রবার পুলিশ অভিযোগের ভিত্ততে স্বামী বিমল মাহাত কে আটক করে জিজ্ঞেসাবাদ করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ১৮ ই অক্টোবর কুনিশোলের বাসিন্দা বিমল মাহাত ও তার স্ত্রী বুলবুলি মাহাত গ্রাম লাগোয়া জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু সেদিন তারা কেউই বাড়ি ফিরে আসেন নি। পরদিন ১৯ ই অক্টোবর বিমল মাহাত ফিরে এলেও তার স্ত্রী ফিরে আসেন নি। সে বাড়িতে তার ছেলেকে বলে বুলবুলি জঙ্গলে পড়ে গিয়ে আহত হয়েছে। তাই সে আসতে পারেনি। এরপর বিমলের এমন কথা শুনে তার ছেলে এবং প্রতিবেশীরা জঙ্গলে যায় এবং প্রায় অঞ্জান অবস্থায় বুলবুলিকে বাড়িতে নিয়ে আসে।
তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। এবং ওই দিন রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে নয়াগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ২০ ই অক্টোবর রাতে বুলবুলি মাহাত মারা যান বলে পুলিশ জানিয়েছে। এদিকে ওই ঘটনায় এদিন শুক্রবার মৃত মহিলার ছেলে রাজু মাহাত তার বাবা বিমল মাহাত র বিরুদ্ধে নয়াগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর বিমল মাহাত কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।ওই দিন জঙ্গলে ঠিক কি ঘটনা ঘটেছিল পুলিশ তা জানার চেষ্টা করছে ।
আরও পড়ুন – থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ
এই বিষয়ে গোপীবল্লভপুরের এসডিপিও মাকুয়ানা মিত কুমার সঞ্জয় কুমার বলেন ” মৃতার ছেলে তার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। শনিবার তাকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে পুলিশের তরফে তদন্তের জন্যে ৫ দিন জেল হেপাজতের আবেদন করলে ২ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক॥ অস্বাভাবিক