সোমবার মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার হড়হড়িয়া মাঝপাড়া গ্রামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য। সোমবার সকালের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এসেছে গোটা এলাকায়। মৃতের নাম মিনহাজুল মন্ডল(৫৭)।
জানাগিয়েছে, বাবা-মা মারা যাওয়ার পর বিগত বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্য হীনতায় ভুগছিলেন বছর ৫৭এর মিনহাজুল। তাই তার নিজের পরিবার ছেড়ে তিনি থাকতেন ছোট ভাইয়ের কাছে। রোজজার দিনের মতোই রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন পাশের একটি ধর্মসভায় যাওয়ার উদ্যেশ্যে। তবে রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। সারারাত পর সোমবার সকালে খবর আসে বাড়ি থেকে কিছুটা দূরে পুরনো ভিটের আমবাগানে নিখোঁজ মিনহাজুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে
খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। তবে সেখান যাওয়ার পরে চিকিৎসক মৃত বলে জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ ইসলামপুর গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এবিষয়ে এদিন মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে ইসলামপুর থানায়।।
এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য
এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram