এক যুবককে বিষধর সাপে ছোবল মারতেই, সেই বিষধর সাপ কে হাতে ধরে নিয়ে সটান হাসপাতালে। এক যুবককে বিষধর সাপে ছোবল মারতেই, সেই বিষধর সাপ কে হাতে ধরে নিয়ে সটান হাসপাতালে যুবক। রঘুনাথগঞ্জের যুবকের এমন কান্ডে অবাক চিকিৎসক থেকে উপস্থিত সকলেই। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মহম্মদপুরের যুবক মংলু শেখ নামে। এদিন বাড়ি থেকে পাশেই বাগানে প্রয়োজনীয় কর্ম করতে গিয়ে, চন্দ্রবোড়া সাপে তাকে ছোবল মারে।
অমনি ওই যুবক সেই সাপকে নিজ হাতে ধরে ফেলে। তারপর সাপ হাতে নিয়ে সোজা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হাজির হয়। মাংলুর হাতে জ্যান্ত সাপ দেখে হাসপাতালে উপস্থিত রোগী, রোগীর পরিজন থেকে চিকিৎসকদের চক্ষু ছানা বড়া। যুবকের কাছে বিষয়টি জানতেই সব খুলে বলে সে। তারপর তাকে তড়িঘড়ি ভর্ত্তি করা হয়। বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই তার চিকিৎসা চলছে। হাসাপাতাল কর্তৃপক্ষ সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে।
আরও পড়ুন – টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের, আনন্দে মাতোয়ারা শহরবাসী
উল্লেখ্য, এক যুবককে বিষধর সাপে ছোবল মারতেই, সেই বিষধর সাপ কে হাতে ধরে নিয়ে সটান হাসপাতালে যুবক। রঘুনাথগঞ্জের যুবকের এমন কান্ডে অবাক চিকিৎসক থেকে উপস্থিত সকলেই। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মহম্মদপুরের যুবক মংলু শেখ নামে। এদিন বাড়ি থেকে পাশেই বাগানে প্রয়োজনীয় কর্ম করতে গিয়ে, চন্দ্রবোড়া সাপে তাকে ছোবল মারে। অমনি ওই যুবক সেই সাপকে নিজ হাতে ধরে ফেলে।
তারপর সাপ হাতে নিয়ে সোজা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হাজির হয়। মাংলুর হাতে জ্যান্ত সাপ দেখে হাসপাতালে উপস্থিত রোগী, রোগীর পরিজন থেকে চিকিৎসকদের চক্ষু ছানা বড়া। যুবকের কাছে বিষয়টি জানতেই সব খুলে বলে সে। তারপর তাকে তড়িঘড়ি ভর্ত্তি করা হয়। বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই তার চিকিৎসা চলছে। হাসাপাতাল কর্তৃপক্ষ সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, এক যুবককে বিষধর সাপে ছোবল মারতেই, সেই বিষধর সাপ কে হাতে ধরে নিয়ে সটান হাসপাতালে যুবক। রঘুনাথগঞ্জের যুবকের এমন কান্ডে অবাক চিকিৎসক থেকে উপস্থিত সকলেই। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মহম্মদপুরের যুবক মংলু শেখ নামে। এদিন বাড়ি থেকে পাশেই বাগানে প্রয়োজনীয় কর্ম করতে গিয়ে, চন্দ্রবোড়া সাপে তাকে ছোবল মারে।
অমনি ওই যুবক সেই সাপকে নিজ হাতে ধরে ফেলে। তারপর সাপ হাতে নিয়ে সোজা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হাজির হয়। মাংলুর হাতে জ্যান্ত সাপ দেখে হাসপাতালে উপস্থিত রোগী, রোগীর পরিজন থেকে চিকিৎসকদের চক্ষু ছানা বড়া। যুবকের কাছে বিষয়টি জানতেই সব খুলে বলে সে। তারপর তাকে তড়িঘড়ি ভর্ত্তি করা হয়। বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই তার চিকিৎসা চলছে। হাসাপাতাল কর্তৃপক্ষ সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে।