এক রাতের বৃষ্টিতে কলকাতার পরিস্থিতি ও মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা

এক রাতের বৃষ্টিতে কলকাতার পরিস্থিতি ও মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – এক রাতের প্রবল বৃষ্টিতে কলকাতা বিপর্যস্ত হলেও দ্রুত কার্যকর উদ্যোগে শহরের বেশিরভাগ এলাকা থেকে জল সরানো সম্ভব হয়েছে। মঙ্গলবার ভোর থেকে কলকাতা পুরসভা ও সেচ দফতর ২৯টি পাম্পিং স্টেশন চালু করে শহরের জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, কালীঘাট পাম্পিং স্টেশনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, ২৯৭ মিলিমিটার। মেয়র পারিষদ তারক সিং জানান, রেকর্ড বৃষ্টিতেও পুরকর্মীদের নিরলস প্রচেষ্টায় জল দ্রুত সরানো সম্ভব হয়েছে।

তবে এই পরিস্থিতি নাগরিক সচেতনতার অভাব এবং যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলার প্রবণতাকে সামনে এনেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির জল সরলেও নিকাশি নালায় জমে থাকা প্লাস্টিক ও আবর্জনা শহরে জল জমার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, “প্লাস্টিক যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে, তা নর্দমায় আটকে যাচ্ছে। আমাদের সিভিক সেন্স কবে হবে?”

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিটি পাড়ায় ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ প্লাস্টিক নালায় ফেলছেন। বাড়ির নির্মাণ সামগ্রী যেমন ইট, বালি, চুন, সুরকি বর্ষার জলে ভেসে নালা বন্ধ করছে। পরিবেশবিদদের মতে, এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ফলে নিকাশি ব্যবস্থা সচল রাখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা একবারে সামনে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top