উত্তরপ্রদেশ -উত্তরপ্রদেশের কুথাউন্ড কমিউনিটি হেলথ সেন্টারে চাঞ্চল্যকর ঘটনায় ডাঃ সুরেশ চন্দ্র নামে এক ডাক্তার মদ্যপ অবস্থায় ৪ বছরের এক শিশুকে সিগারেটের ধোঁয়া শ্বাস নিতে বাধ্য করেন, দাবি করে এটি কাশির চিকিৎসা। ভাইরাল ভিডিওতে ডাক্তার শিশুকে বলতে শোনা যায়, “আন্দর খিচো ইয়ার,” এবং সিগারেট জ্বালিয়ে ধূমপান শেখান।ঘটনাটি শিশুটির বাবা-মায়ের সামনেই ঘটে, যা একজন উপস্থিত ব্যক্তি রেকর্ড করেন।জেলা চিফ মেডিকেল অফিসার এন.ডি. শর্মা জানান, “ডাক্তারকে বদলি করা হয়েছে, তদন্তের জন্য প্রতিবেদন প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।” পুলিশ তদন্ত শুরু করেছে এবং কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে। ১৫ দিন আগের এই ঘটনা ভিডিও প্রকাশ্যে আসায় জনরোষ ছড়িয়েছে। স্থানীয়রা গ্রামীণ স্বাস্থ্যসেবার মান ও ডাক্তারদের পেশাগত আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।
