নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২ ফেব্রুয়ারি, এক সপ্তাহ নিখোঁজ থাকার পর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির। ভাঙড়ের কাশিপুর থানার নাঙ্গলবেকি গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম দীপঙ্কর মন্ডল।
স্থানীয় সূত্রে খবর, মদ্যপানের বশে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল দীপঙ্কর বাবু। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। এই নিয়ে কাশিপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়েরও হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। আজ সকালে বাড়ির পাশের বাঁশ বাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এক ব্যক্তি। তারপর পরিবারের খবর দিলে সবাই এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবারের দাবি, নিজে গলায় দড়ি দিলে এইভাবে মৃত্যু হতো না। কাশিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আজ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।