রাজ্য – গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত জনজীবন। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাতেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। তবে এর প্রভাব এখনও দক্ষিণবঙ্গের উপর রয়ে গেছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার (১৪ জুলাই) পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে।
এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়ার সতর্কতা উত্তরবঙ্গেও জারি হয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।
