নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২১:দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় ৩৯.১৩ কোটি টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০।

জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৯৭.২৮ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৩৯ হাজার ১৩০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। ভারতে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১। সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা দেশে মোট আক্রান্তের কেবল ১.৩৯ শতাংশ। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার কমে ৫ শতাংশের নীচে, বর্তমানে এই হার ২.২১ শতাংশ।
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.১৫ শতাংশ, লাগাতার ২৪ দিন ৩ শতাংশের নীচে। নমুনা পরীক্ষার হার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে – মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ কোটি ৮০ লক্ষ।