১০ জুলাই, ২০২১: এখনো কমেনি করোনা সংক্রমণ, এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।জানিয়েছেন, সংক্রমণের গতি মোটেও কমেনি। বরং চারটি কারণেই ফের বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।মূলত চারটি কারণেই করোনা ফের একবার প্রভাব বিস্তার করছে বলে জানান সৌম্যা।

এই কারণগুলি হল- ডেল্টা ভ্যারিয়েন্ট, সামাজিক মেলামেশা , লকডাউনের বিধিনিষেধ শিথিল ও টিকাকরণের গতি হ্রাস। তিনি বলেছেন, “ডেল্টা ভ্যারিয়েন্ট অতি সংক্রামক হওয়ায়, দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।সাধারণত করোনা আক্রান্ত একজনের থেকে তিনজন আক্রান্ত হতে পারেন। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে একজনের মাধ্যমে আরও আটজন সংক্রামিত হতে পারেন। মূলত এই কারণেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। “



















