এখানে ব্যাপারটা অনেকটা নিউটনের আপেলের মত, টেট মামলায় বিচারপতি সুব্রত তালুকদার। ‘এখানে ব্যাপারটা অনেকটা নিউটনের আপেলের মত,’ প্রাথমিক টেট পরীক্ষায় ২৭৩ জনকে বাড়তি এক নম্বর দেওয়াই সন্দেহ প্রকাশ বিচারপতির। বৃহস্পতিবার প্রাথমিক টেট মামলার শুনানিতে লাখখানেক চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২৭৩ জন বাড়তি এক নম্বর পাওয়ায়, সন্দেহ প্রকাশ করলেন ডিভিশন বেঞ্চের আইনজীবীরা। এদিন বিচারপতি সুব্রত তালুকদার জানান, এখানে ব্যাপারটা অনেকটা নিউটনের আপেলের মত।
গাছের নীচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। হঠাৎ করে কিছু চাকরিপ্রার্থী বাড়তি এক নম্বর করে পেয়ে গেলেন। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এর সঙ্গে প্রয়োজনীয় নথিও যুক্ত করতে হবে বলে জানান বিচারপতি। উল্লেখ্য, প্রাথমিক টেট মামলায় সিবিআই তদন্তের এবং মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা হয়। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন – দেড় লাখ টাকা ধার নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলার অভিযোগ
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রাথমিক টেট মামলার শুনানিতে লাখখানেক চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২৭৩ জন বাড়তি এক নম্বর পাওয়ায়, সন্দেহ প্রকাশ করলেন ডিভিশন বেঞ্চের আইনজীবীরা। এদিন বিচারপতি সুব্রত তালুকদার জানান, এখানে ব্যাপারটা অনেকটা নিউটনের আপেলের মত। গাছের নীচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। হঠাৎ করে কিছু চাকরিপ্রার্থী বাড়তি এক নম্বর করে পেয়ে গেলেন।
মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এর সঙ্গে প্রয়োজনীয় নথিও যুক্ত করতে হবে বলে জানান বিচারপতি। উল্লেখ্য, প্রাথমিক টেট মামলায় সিবিআই তদন্তের এবং মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা হয়। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।