নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৩ মার্চ, শুক্রবার দিলীপ ঘোষ কলকাতার রাস্তায় নেমে ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন।চলতি শাসনকে খুব দ্রুত উপড়ে ফেলা হবে, এমনটাই বললেন দিলীপ ঘোষ।
এদিন তিনি আরও বললেন, রাজ্যে রাক্ষসী শাসন চলছে। মানবতার লেশমাত্র নেই। কিন্তু বিজেপি সবকিছুর জন্য প্রস্তুত আছে। “রাজ্যসভা প্রসঙ্গে যেদিন আমাদের শক্তি হবে সেদিন প্রার্থী দেব। বিজেপি কাউকে সমর্থন করবে না। টাকা ঘুষ দিয়ে ভোট টা তুলতে হবে, বললেন তিনি।আগামী সোমবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আসন্ন পৌরসভা ভোট নিয়ে এই সর্বদলীয় বৈঠক বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।