পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর হঠাৎ উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন ওই ব্যবসায়ী। অভিযোগ, তিনি কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম সেক সাত্তার। প্রায় চার বছর ধরে তিনি জেড়থানে ভাড়ার দোকানে স্বর্ণের ব্যবসা চালাতেন। স্থানীয়দের অভিযোগ, ধীরে ধীরে সুসম্পর্ক তৈরি করে তিনি বহু গ্রাহকের কাছ থেকে পুরোনো সোনা নিয়ে নতুন গয়না বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অগ্রিম নগদ টাকা নিয়েও সোনা তৈরির কথা বলে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। কিন্তু গত পরশু সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ। এরপরই এলাকাবাসী বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন।
অভিযোগ, মোট কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা আত্মসাৎ করেই সেক সাত্তার পালিয়েছেন। তাঁর আধার কার্ডে ঠিকানা হুগলি জেলার বগবতীপুর উল্লেখ থাকলেও স্থানীয়দের একাংশের দাবি, তিনি বাংলাদেশি নাগরিক হতে পারেন এবং পরিচয় গোপন করেই এই প্রতারণা করেছেন। এই সন্দেহ এলাকায় আরও চাঞ্চল্য বাড়িয়েছে।
বহু মানুষের সঞ্চয় ও সোনা হাতছাড়া হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দিশাহারা গ্রাহকরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন। এদিকে, এগরা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে সেক সাত্তারকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।




















