নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর , ১৮ই জুন :মঙ্গলবার দুপুর নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের এগরা থানা চত্বরে। বেলা ১২টা নাগাদ অসাবধানতা বশতঃ এগরার SDPO-র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে থানার সামনে থাকা অস্থায়ী সাফাই কর্মীর মাথা এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছে বলে জানা গেছে।
ওই সাফাই কর্মীর নাম তরুণ গড়াই। তাঁকে আশংকাজনক অবস্থায় প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, এদিন এগরার মহকুমা শাসকের দেহরক্ষী থানার বাইরে এসে তাঁর বন্দুক পরিষ্কার করছিলেন। সেই সময় অসাবধানতা বশতঃ বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে বলে জানা গেছে।
এগরার SDPO-র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে গুলিবিদ্ধ অস্থায়ী সাফাই কর্মী
এগরার SDPO-র দেহরক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে গুলিবিদ্ধ অস্থায়ী সাফাই কর্মী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram