নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,৮ ই আগস্ট : এগরায় জনতার দরবারে সাংসদ দিলিপ ঘোষ
পূর্ব মেদিনীপুর জেলা এগরায় বৃহস্পতিবার জনতার দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সাংসদ দিলিপ ঘোষ।উপস্থিত ছিলেন কাঁথি সাংগাঠনিক বিজেপির জেলার সভাপতি অনুপ চক্রবর্তী।
এগরা বিধানসভার এলাকার মানুষ জন এর অভাব অভিযোগ শোনেন গুরুত্ব দিয়ে। মাসে দুবার এই জনতার দরবার করবেন তিনি একবার থাকবেন।