খেলা – এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিনেও আধিপত্য বজায় রাখল টিম ইন্ডিয়া। অধিনায়ক শুভমন গিলের দুর্দান্ত ২৬৯ রানের ইনিংস, তারপর আকাশদীপ ও মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ইংল্যান্ডকে কার্যত কোণঠাসা করে তুলেছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৭। এখনো ৫১০ রানে পিছিয়ে বেন স্টোকসের দল, হাতে মাত্র ৭ উইকেট।
শুভমন গিল নিজের ইনিংসে ৩০টি চার ও ৩টি ছক্কা হাঁকান এবং বিরাট কোহলির ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন। ভারতের প্রথম ইনিংসে স্কোর দাঁড়ায় ৫৮৭। এই সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা (৮৯) এবং ওয়াশিংটন সুন্দর (৪২)।
ইংল্যান্ডের ব্যাটিং শুরুতেই ধাক্কা খায়। অভিষেক টেস্টেই আকাশদীপ তার প্রথম দুই বলে ফিরিয়ে দেন বেন ডাকেট (০) ও ওলি পোপকে (০)। এরপর জ্যাক ক্রাউলি (১৯)-কে আউট করেন সিরাজ। দিনের শেষে জো রুট (১৮ অপরাজিত) ও হ্যারি ব্রুক (৩০ অপরাজিত) প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভারতীয় দল এখন বেশ শক্ত অবস্থানে রয়েছে, এবং তৃতীয় দিনে ইংল্যান্ডকে ফলো-অন চাপিয়ে দেওয়ার দিকেই নজর থাকবে রোহিত ব্রিগেডের।
