‘এজেন্সি নয় কাজ চাই’ স্লোগান তুলে পথসভা তৃনমূলের। মঙ্গলবার, কাঁকসার গোপালপুর উত্তর পাড়ায় কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘এজেন্সি নয় কাজ চাই’-এর দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভবানী ভট্টাচার্য, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুলদীপ সরকার, তৃনমূল শ্রমিক সংগঠনের কাঁকসা ব্লক সভাপতি চন্দন রায়, কৃষান ক্ষেত মজদুর সভার ব্লক সভাপতি বিপিন ঘোষ, জেলা ক্ষেত মজদুর সভাপতি জয়ব্রত বৈদ্য সহ বহু বিশিষ্ট নেতৃত্ব।
কাঁকসা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার ইডি, সিবিআই এবং আইটি-কে ব্যাবহার করে বাংলাকে উত্তপ্ত করতে চাইছে। অথচ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দ্রব্য মুল্যবৃদ্ধি আকাশছোঁয়া হয়েছে। এরফলে সাধারণ মানুষের সংসার চালাতে নাজেহাল অবস্থা। মুলত, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগামহীন মুল্যবৃদ্ধি এর মূল কারণ। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার দ্বারা রাজ্যে চালিত বিভিন্ন সংস্থায় শূন্য পদ বেড়েই চলেছে দিন দিন। সেদিকে নজর নেই কেন্দ্রের।
কেন্দ্রীয় সরকারি চাকরির পরিবর্তে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। করা হচ্ছে কারখানার অধিকাংশ বিভাগের বেসরকারিকরণ। ধিরে ধিরে কেন্দ্র, পশ্চিমবঙ্গ রাজ্যে থাকা তাদের একাধিক কারখানাগুলিকে বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে। তাই, আজকের পথসভা থেকে কাঁকসা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘এজেন্সি নয় কাজ চাই’ স্লোগান তুলে কেন্দ্রের দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানালো তৃনমূল কংগ্রেস।
আরও পড়ুন – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের
উল্লেখ্য, মঙ্গলবার, কাঁকসার গোপালপুর উত্তর পাড়ায় কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘এজেন্সি নয় কাজ চাই’-এর দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভবানী ভট্টাচার্য, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুলদীপ সরকার, তৃনমূল শ্রমিক সংগঠনের কাঁকসা ব্লক সভাপতি চন্দন রায়, কৃষান ক্ষেত মজদুর সভার ব্লক সভাপতি বিপিন ঘোষ, জেলা ক্ষেত মজদুর সভাপতি জয়ব্রত বৈদ্য সহ বহু বিশিষ্ট নেতৃত্ব। কাঁকসা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার ইডি, সিবিআই এবং আইটি-কে ব্যাবহার করে বাংলাকে উত্তপ্ত করতে চাইছে।