Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
এজেন্সি নয়, কাজ চাই' ৫ হাজার কর্মীর মিছিল

এজেন্সি নয়, কাজ চাই’ ৫ হাজার কর্মীর মিছিল

এজেন্সি নয়, কাজ চাই’ ৫ হাজার কর্মীর মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এজেন্সি নয়, কাজ চাই’ ৫ হাজার কর্মীর মিছিল। এদিন দুর্গাপুরে মিছিলে হাটলেন ৫ হাজারের বেশী মানুষ। তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে ‘এজেন্সি নয় কাজ চাই’ স্লোগান তুলে ঐতিহাসিক এই মিছিল সংগঠিত করলেন দুর্গাপুর ৩ নম্বর ব্লকের সদ্য নিযুক্ত সভাপতি ভীমসেন মন্ডল। রবিবার, সগড়ভাঙা মাঝের মোড় থেকে মিছিলটি যায় এস বি মোড় পর্যন্ত।

 

মিছিলের প্রথম সারিতে ছিলেন, প্রাক্তন কাউন্সিলর, আইনজীবী এবং দুর্গাপুর বার কাউন্সিলের সভাপতি দেবব্রত সাঁই। ছিলেন নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা শ্রমিক নেতা দীপঙ্কর লাহা, শ্রমিক নেতা আলোময় ঘরুই, আশিষ কেশ, কল্লোল ব্যানার্জি, বিজয় শ্রীবাস্তব, স্বরূপ মন্ডল, আলো সাঁতরা, প্রিয়াঙ্কা পাঁজা, দীপেন মাঝি সহ দুর্গাপুরের অন্যান্য নেতৃত্বরা। ভীমসেন মন্ডল বলেন, কেন্দ্রীয় সরকার দুর্গাপুরে অবস্থিত তাদের রাষ্ট্রায়ত্ব কারখানাগুলিকে বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে

কেন্দ্রীয় সরকার আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল বন্ধ করে দিচ্ছে। কাজ হারাচ্ছেন শিল্পাঞ্চলের বসবাসকারী মানুষরা। তাদের বেকারত্ব দুরিকরণের কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু করা হয়েছে। অথচ, কেন্দ্রের বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ-কে বেকায়দায় ফেলতে এবং নিজেদের অসহায়তা আড়াল করতে, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যাবহার করে তৃনমূলের যে নেতারা বাংলার মানুষের সেবার কাজে বেশী মননিবেশ করছেন, তাদের বিরক্ত করছেন। কেন্দ্র পেট্রোপন্যের মুল্যবৃদ্ধির ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।

 

বাংলার মানুষ যেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে না তুলতে পারে, তার জন্যই তারা কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ক্ষ্যাপা কুকুরের মত বাংলায় ছেড়ে দিয়েছে। তিনি বলেন, এরই প্রতিবাদে আজকের আমাদের ‘এজেন্সি নয় কাজ চাই’ স্লোগান তুলে মিছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top