‘এটার জন্য প্রস্তুত ছিলাম না’: বেবি বাম্পের ছবি দেখে দ্বিতীয়বার মা হওয়ার জল্পনায় মধুবনী

‘এটার জন্য প্রস্তুত ছিলাম না’: বেবি বাম্পের ছবি দেখে দ্বিতীয়বার মা হওয়ার জল্পনায় মধুবনী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী কিছুদিন আগেই দীর্ঘ বিরতির পর অভিনয়ে কামব্যাক করেছেন। বর্তমানে তিনি “চিরসখা” ধারাবাহিকে আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু এর মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন এক জল্পনা—মধুবনী কি দ্বিতীয়বার মা হতে চলেছেন? সম্প্রতি স্বামী অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে মধুবনীর বেবি বাম্প স্পষ্ট হওয়ায় সেই গুঞ্জন আরও জোরদার হয়েছে।

২০২১ সালে মধুবনী প্রথমবার মা হন। ছেলে কেশবের বয়স এখন চার বছর। মা হওয়ার পর টুকটাক কাজ করলেও গত কয়েক বছরে তাঁকে ছোটপর্দায় খুব বেশি দেখা যায়নি। আপাতত অভিনয়ের পাশাপাশি রাজা এবং মধুবনী দু’জনেই ডেইলি ভ্লগিং করেন, এছাড়াও তাঁদের নিজস্ব স্যালোঁ ও জিম রয়েছে। সংসার জীবন সুখের মধ্যেই কাটাচ্ছিলেন তারা। আর সেই জীবনেই যেন নতুন এক আনন্দের ইঙ্গিত দিলেন মধুবনী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে খয়েরি রঙের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর পেটে স্পষ্ট বেবি বাম্প। পাশে দাঁড়িয়ে থাকা রাজার পরনে ছিল কালো, সাদা ও খয়েরি রঙের টি-শার্ট। মধুবনী ছবির ক্যাপশনে লিখেছেন, “আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন নানা রকম আনন্দের সারপ্রাইজ দিয়ে থাকে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব ভিডিওর মাধ্যমে। বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল, আমিও এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে।”

অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন মধুবনী ও রাজা দ্বিতীয় সন্তানের অভিভাবক হতে চলেছেন। যদিও তাঁরা অফিসিয়ালি কিছু ঘোষণা না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। প্রসঙ্গত, সম্প্রতি “চিরসখা” ধারাবাহিকে কমলিনীর ছোট ছেলের চরিত্রে রাজাকে এবং তার উকিলের ভূমিকায় মধুবনীকে একসঙ্গে দেখা গিয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top