‘এটা হিন্দুস্থান না মিনি পাকিস্তান’, দাবি জানায় আর এস এস

‘এটা হিন্দুস্থান না মিনি পাকিস্তান’, দাবি জানায় আর এস এস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ ডিসেম্বর, বীর বাহাদুরের”ওপর মেটেয়াবুরুজের গার্ডেনরিচ থানার অন্তর্গত এলাকায় প্রকাশ্যে গুলি চালিনোর বিরুদ্ধে পথে নামলো আর এস এস। এই প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে রতা বোঝাতে চেয়েছিলেন যে এটা হিন্দুস্থান না মিনি পাকিস্তান।
ববি হাকিম বলেছিল ‘এটা মিনি পাকিস্তান তাই আজকে জমায়েত দেখিয়ে দেবে এটা মহান ভারতবর্ষের দেশ’। কিন্তু প্রতিবাদ মিছিল শুরু হবার আগেই আজ সকাল সাড়ে বারোটা নাগাদ শিয়ালদা স্টেশন এর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে কিছু আরএসএস কর্মী। তারা হাতে স্লোগান নিয়ে আসছিল বীর বাহাদুরকে গার্ডেন রীচ অঞ্চলে যে প্রকাশ্যে গুলি করা হয়েছে তারই প্রতিবাদে।ক্রমশ তারা স্লোগান দিয়ে এগিয়ে আসছিল গার্ডেনরিচ এর দিকে। কিন্তু পরিস্থিতি ঠিক না বুঝে কলকাতা পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে পাঠিয়ে দেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top