নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২০ শে সেপ্টেম্বরঃ এটিএম ভেঙ্গে প্রায় ১২লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুস্কৃতিরা।ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।সম্পতি দিনের বেলায় একটি ফিনান্স কোম্পানিতে ডাকতি তারপর চুরি ডাকাতি ও ছিনতাই নিয়ে শহরের মানুষ আতঙ্ক গ্রস্থ।তার পাশাপাশি এটিএম লুটের চেষ্টা লেগেই রয়েছে।শিলিগুড়ির ডাবগ্রামে দুস্কৃতিরা এটিএম লুটের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়।এবার এটিএম লুঠ করে পালালো দুস্কৃতিরা।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত ফুলবাড়ীর জটিয়া কালি এলাকায় একটি রাষ্টায়াত্ব ব্যাঙ্কের এটিএম লুঠ করে দুস্কৃতিরা।জানা গিয়েছে এটিএমটি থেকে প্রায় ১২লক্ষ টাকা লুঠ করে পালায় দুস্কৃতিরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ব্যাঙ্কের কর্তা ও পুলিশ আধিকারিকরা।ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।এটিএম লুটের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে রয়েছে আতঙ্ক।
এটিএম ভেঙ্গে প্রায় ১২লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুস্কৃতিরা
এটিএম ভেঙ্গে প্রায় ১২লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুস্কৃতিরা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram