নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ নভেম্বর, হাইকোর্ট থেকে নির্দেশ পাওয়ার পর ১১ নভেম্বর বিকাশ ভবনের একশো মিটার দূরে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে কয়েক হাজার পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা। আজ চতুর্থ দিনে পার্শ্ব শিক্ষকদের ধরনা মঞ্চে আসেন সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিং বলেন, “এদের আন্দোলনের সঙ্গে নিশ্চিত ভাবে আছি। কল্যাণী থেকে এদের আন্দোলনে আছি।যতদিন না এদের পাওনা আদায় না হচ্ছে এদের আন্দোলনের সঙ্গে আমি আছি।মমতা ব্যানার্জির কাছে মানবিক বলে কোনো ব্যাপার নেই। উনি মুখে মানবিক। মমতা ব্যানার্জি একটা ভেনডিক্টেট মহিলা। যদি সংবিধান না থাকত তাহলে এখানে যত জন আছেন তাদের উপর দিয়ে রোলার চালিয়ে মেরে দিত। মমতা ব্যানার্জি এধরনের মহিলা”।তিনি আরও বলেন, শিক্ষকদের মাটিতে বসে এভাবে আন্দোলন করছেন এটা গ্রহণ যোগ্য নয়, এ নিয়ে রাজ্যপাল যে কথাটা বলেছেন তা মমতা ব্যানার্জি মানবেন না। মমতা ব্যানার্জিকে কোনো কথা বললে তার পরিবারের লাভ না হয় সে কাজ উনি করেন না। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রোজেক্টে যে টাকা দিচ্ছে যেগুলো ট্রেজারি তে যায় সেই কাজ তিনি করেন। কিন্তু আয়ুষ্মান ভারত প্রোজেক্টের টাকা সরাসরি মানুষের কাছে যায় সেই প্রোজেক্ট মমতা করবেন না। যেখানে তার লাভ নেই সেটা উনি করবেন না। প্যারা টিচারদের টাকা মেরে নীল সাদা রং করে যাচ্ছেন তিনি। কারন তার ভাইপোরা ওই কোম্পানির মালিক আছে, এমনটাই মন্তব্য করেন অর্জুন সিং।