এদিন প্রথা মেনে সাড়ে ৩০০ বছরের পুরনো কার্তিক পুজোর বিসর্জন হল

এদিন প্রথা মেনে সাড়ে ৩০০ বছরের পুরনো কার্তিক পুজোর বিসর্জন হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ নভেম্বর,  প্রথা মেনে সাড়ে ৩০০ বছরের পুরনো ফুলবাড়ির রায় বাড়ির কার্তিক পুজোর বিসর্জন হয়ে গেল শুক্রবার রাতে। এদিন সংগ্ন মহানন্দা ঘাটে একে একে দেব সেনাপতির সহ-‌সঙ্গী দেবদেবীর প্রতিমা নিয়ে যাওয়া হয় নদীর পাড়ে। নৌকায় একই চালচিত্র সাজিয়ে নৌকাবাইচ হয় তারপর। সঙ্গে সঙ্গে চলতে থাকে রকমারি বাজির খেলা। দেব সেনাপতির ভাসান দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান এদিন মহানন্দার বাঁধে।

দেব সেনাপতির এহেন চালচিত্র দেশের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে দাবি পরিবারের। ঐতিহ্যবাহী প্রাচীন এই পুজো যদিও মনমোহন সাহার পুজো নামেই প্রসিদ্ধ। পারিবারিক পুজো হলেও, সর্বজনীন পুজোয় পরিণত হয়েছে। দেব সেনাপতির এক চালচিত্রে তিনি-‌সহ রয়েছেন ২৬ দেবদেবী। তাঁদের পুজো বাঁকাবিহারীর পুজোও বলে থাকেন অনেকে। রায় বাড়ির পুজো আবার বংশরক্ষার পুজোও বলে থাকেন অনেকে। পুজো উপলক্ষ্যে বসে বিশাল ঐহিত্যবাহী মেলা। এবার নিয়ম মতো গত রবিবার পুজো হয়। দেব সেনাপতির ভাসান হলেও মেলা চলবে বেশ কিছুদিন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top