দিল্লি – দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়ে রয়েছে, সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগও নাকি মিলেছে—এমন ভয় দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে তিন লক্ষ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। অভিযোগ করেছেন রহড়ার এক ব্যবসায়ী। তাঁর দাবি, এনআইএ অফিসারের পরিচয়ে ফোন করে দিল্লি হাই কোর্টের অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার ভয় দেখানো হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ীর ফোনে আসে একটি কল। ফোন ধরে তিনি প্রথমেই শুনতে পান নিজের নাম ও ঠিকানা। এরপর বলা হয়, দিল্লিতে বিস্ফোরণে যুক্ত সন্ত্রাসবাদীদের মোবাইল নম্বর সংযুক্ত থাকা দুটি অ্যাকাউন্ট থেকে নাকি তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে মোট এক কোটি টাকা—প্রতিটি অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ করে। এর ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে বলে দাবি করে প্রতারকরা। এরপরই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, জমিজমা, সম্পত্তির খতিয়ানসহ যাবতীয় তথ্য চেয়ে বসে তারা। জানানো হয়, কারেন্ট অ্যাকাউন্টে ২০ হাজার টাকার বেশি রাখা যাবে না এবং অবিলম্বে তিন লক্ষ টাকা হাই কোর্টে আরটিজিএস করতে হবে।
পরদিন শুক্রবার আবারও একইভাবে ফোন আসে। এবার বলা হয়, তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা একটিমাত্র অ্যাকাউন্টে জমা করতে হবে। এখানেই সন্দেহ জাগে ব্যবসায়ীর। সঙ্গে সঙ্গে তিনি রহড়া থানায় অভিযোগ জানান। পরে নিশ্চিত হন, তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী বলেন, “হোয়াটসঅ্যাপ কলে প্রতারকরা যোগাযোগ করেছিল। সাইবার প্রতারণার অনেক খবর শুনেছি, কিন্তু নিজে এভাবে প্রতারকদের জালে পড়ব ভাবিনি।”




















