নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ ডিসেম্বর, এনআরসির বিরোধিতায় ভালুকারোড রেল স্টেশনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১৭ জন।রবিবার দুপুরে বিক্ষোভকারীরা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় ভালুকা রেলস্টেশনে।কয়েক লক্ষ টাকার সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ভালুকা ফাঁড়ির পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে।
জানা গিয়েছে, রবিবার দুপুরে ভালুকা এলাকার শতাধিক মানুষ ভালুকা রোডরেল স্টেশনে পৌঁছে এনআরসির বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ দেখাতে গিয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। অভিযোগ, ভালুকারোড রেল স্টেশনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। স্টেশন মাস্টারের অফিস, যাত্রীদের বসার আসন, টিনের সেট এমনকি রেললাইন উপড়ে দেয় বিক্ষোভকারীরা।ঘটনার পর তদন্ত নামে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে ১৭ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।