
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: এনআরসি আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকার মামুদপুর এর। মৃত ব্যক্তি বছর চল্লিশের কালাচাঁদ মিদ্দে।
পরিবার সূত্রে দাবি, রেশন কার্ড ও আধার কার্ড সংশোধন নিয়ে বেশ চিন্তিত ছিল কালাচাঁদ, এবং আশেপাশের মানুষজনকে এ বিষয়ে তিনি জিজ্ঞাসা ও করেন। পরে এনআরসি আতঙ্কে ভুগতে থাকে কালাচাঁদ মিদ্দে। আসামের এনআরসি ফলেই বহু মানুষ তাদের নাগরিকত্ব হারিয়েছে হয়তো কালাচাঁদ কেউ তার নাগরিকত্ব হারাতে হতে পারে এই ভয়ে গতকাল বাড়ির কাছেই এক বাঁশ বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



















