নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৫ ডিসেম্বর, এনআরসি এবং সিএবি নিয়ে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ভাঙড়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট এলাকার ঘটনা। পোলেরহাট এর তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে।
প্রায় এক ঘন্টা ধরে চলছে অবরোধ। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধকারীদের দাবি যতক্ষন না প্রশাসনের আধিকারিকরা NRC বা CAB না হওয়া নিয়ে আশ্বাস দেবে ততক্ষণ অবরোধ উঠবে না। তাদের অভিযোগ কেন্দ্রের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নীতির বিরুদ্ধে। কোনভাবেই বাংলায় এনআরসি বা সিএবি লাগু হতে দেবে না বলে দাবি আন্দোলনকারীদের।