নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ই সেপ্টেম্বর :শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে অখিল ভারতীয় সহ-সম্পাদক বিশ্ব হিন্দু পারিষদ শচীন্দ্রনাথ সিনহা বলেন, পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এনআরসি অর্থাৎ নাগরিকত্ব পঞ্জি তালিকা তৈরীর দাবি জানাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। এদিন তিনি রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, একটি বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে শাসক দল। শচীন্দ্র বাবু বলেন একসময় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিলের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা চিন্তা করে আজ তিনি বিরোধিতা করছেন। পাশাপাশি শচীন্দ্রনাথবাবু এটাও জানান যে আগামী ১৭ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত হিত চিন্তক নামক একটি সদস্যতা অভিযান চালাবে বিশ্ব হিন্দু পারিষদ। তিনি জানান এ রাজ্যে তিন বছর আগেকার সমীক্ষা অনুযায়ী বিশ্ব হিন্দু পারিষদের সদস্য সংখ্যা ৫৫০০০ । যার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গে ৪০০০০ এবং উত্তরবঙ্গে ১৫০০০ । প্রত্যেক তিন বছর পর পর এই হিত চিন্তক অভিযান চালানো হয়। যা শুরু হবে ১৭ ই নভেম্বর ২০১৯ থেকে। এবছর বিশ্ব হিন্দু পারিষদের টার্গেট মোট দু’লক্ষ। যার মধ্যে দক্ষিণবঙ্গে টার্গেট রাখা হয়েছে দেড় লক্ষ এবং উত্তরবঙ্গে টার্গেট রাখা হয়েছে ৫০ হাজার।
এনআরসি-র পক্ষে সওয়াল করে এবার ময়দানে নামল বিশ্ব হিন্দু পারিষদ
এনআরসি-র পক্ষে সওয়াল করে এবার ময়দানে নামল বিশ্ব হিন্দু পারিষদ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram