নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর, এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার বিক্ষোভে উত্তপ্ত দাসপুর থানার বকুলতলা রাজ্য সড়ক। সকাল থেকে রাজ্য সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভে সামিল এনআরসি বিরোধীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে বকুলতলা থেকে দাসপুর যাওয়ার রাজ্য সড়ক। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী। যানবহন অবরোধের জেরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।