নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৮ ডিসেম্বর, সালানপুর ব্লক তথা বারাবনি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি-র প্রতিবাদে ধরনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।সালানপুর ব্লকের রূপনারায়নপুর ডাবরমোড়ের অনুষ্ঠিত অনশন সভায় উপস্থিত ছিলেন বারাবনী বিধানসভার বিধায়ক ও জেলাপরিষদের কর্মাধক্ষ মহম্মদ আরমান, বারাবনী ব্লক তৃণমূল এর সভাপতি অসিত সিং সকলেই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে এনারসির প্রতিবাদ জানায়।
বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, এনআরসি’র নামে কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে এক আতঙ্ক ছড়াচ্ছে।এই এনারসির বিরুদ্ধে সকল মানুষ এক হয়ে লড়তে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এনআরসি বিরোধী চেতনাকে লঘু করতে চাইছেন। হয়তো এটাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর বোঝাপড়া। নিছক জনগণনা বলে কেন্দ্রীয় সরকারের ন্যাশন্যাল পুপুলেশন গেজেট নোটিফিকেশন আড়াল করতে চাইছেন।ধর্ম-জাত- সম্প্রদায় নির্বিশেষে সকলকে নিয়ে শ্রমজীবী মানুষের শ্রেণি ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন আটকানো সম্ভব। আর সেই শ্রেণি ঐক্য গড়ে তোলার ঐতিহ্য কমিউনিস্ট পার্টির আছে। সেই ঐতিহ্য মেনেই বর্তমান সময়ে শ্রমজীবী, কৃষিজীবী মানুষকে শ্রেণি আন্দোলনে টেনে এনে বৃহত্তর শ্রেণি ঐক্য গড়ে তুলতে হবে। লড়তে হবে কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে। লড়াইয়ের মধ্য দিয়েই মানুষের উপর চাপিয়ে দেওয়া বিপদগুলি দূর করা সম্ভব হবে।