নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৩ জানুয়ারি, এনআরসি, সিএএ-এর বিরুদ্ধে শিলিগুড়িতে সভা করলেন রাজ্যের মুখমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়I এরপর মৈনাক টুরিস্ট লজ থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা করলেন তিনিI
এদিনের এই পদযাত্রায় অংশ গ্রহণ করে মুখমন্ত্রী বলেন, “আমরা পাকিস্তান চাই না, পাকিস্তানের সঙ্গে আমাদের তুলনা করবেন না। যদি কেউ খাওয়ার ও বাসস্থান না পায় তাহলে তাকে বলা হয় পাকিস্তানে চলে যাও। যদি কেউ নাগরিকত্ব নিয়ে দাবি জানায় তাহলে তাকে বলা হয় পাকিস্তানে চলে যাও।কিন্তু কেন?”
ভারতের প্রধানমন্ত্রী হয়ে মোদী পাকিস্তানের কথা বলছেন, শিলিগুড়ির সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারোর নেই।এবং পরিষেবা বন্ধ করে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না অধিকারের দাবিতে মানুষ লড়াই চালিয়ে যাবে।সাথে কর্নাটকে আন্দোলনকারীদের হত্যার প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পরিবারকে পাঁচ লক্ষ্য টাকা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এনআরসি, সিএএ ও এনপিআর-এর এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন বলে আখ্যা দিলেন রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।