এনডি-র দখলে বিহারের মসনদ, মুখ্যমন্ত্রী কী নীতীশ কুমার?

এনডি-র দখলে বিহারের মসনদ, মুখ্যমন্ত্রী কী নীতীশ কুমার?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক , ১১ নভেম্বর,২০২০: গতকাল সকাল থেকে শুরু হয়েছিল বিহার ভোটগণনা। অবশেষে সেই গণনা শেষ হয় মধ্য রাতে। ম্যাজিক ফিগার ছুঁতে প্রয়োজন ছিল ১২২টি সিটের। আর এনডি এর হাতে চলে গিয়েছে ১২৫টি সিট চলে গিয়েছে। সুতরাং ২৪৩ টি আসনের মহারণে ইতি ঘটিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয় শেষে বিহারের মসনদে বসতে চলেছে এনডিএই।

জনসমর্থন না পেলেও যদি বিজেপি জোট প্রতিশ্রুতি রাখে তাহলে আবারো চতুর্থ বারের মতন মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। অন্যদিকে , অনুযায়ী আরজেডি এর আসন সংখ্যা ৭৫। পাশাপাশি, ভোটের পরিসংখ্যান বলছে এনডি এ সরকার গড়ার সুযোগ পেতে চলেছে বিজেপির বাহুবলে। নীতিশের তুলনায় তেজস্বীর জনসমর্থন অনেকটাই বেশি। যদি জোট না হতো তাহলে বিহারের তৃতীয় দল জেডিইউ। বিজেপির সংগ্রহ ৭৪ টি আসন। আরজেডি পেয়েছে ৭৫টি আসন। অৰ্থাৎ জেডিইউ তৃতীয় স্থানে রয়েছে ৪৩টি আসন পেয়ে। এলজিপির আসন সংখ্যা মাত্র ১টি।

আরও পড়ুন…বিশ্বের এই ১৬টি দেশে ভ্রমনের জন্য ভারতীয়দের কোনো ভিসা লাগবে না

জাতীয় কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। সিপিআইএমএল পেয়েছে ১১ টি আসন। সিপিএম পেয়েছে ৩ টি আসন। পাঁচটি আসনে জিতেছে এআএমআইএম। একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী। ভিআইপি পেয়েছে চারটি আসন। হিন্দুস্থান আওয়াম মোর্চার সংগ্রহ চারটি আসন।অর্থাৎ দিনভর হাড্ডাহাড্ডি লড়াই করেছে এনডি এ ও মহাগঠবন্ধন। বিহারের মানুষের সমর্থন নীতীশ কুমার হারানোর পরেও কি মুখ্যমন্ত্রীর মসনদে তিনি ই বসছেন? এখন সেই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top