
সল্টলেক: কলকাতা পুলিশের এসটিএফ সদস্যরা এন আই এ অফিসে ঢুকলো। এ রাজ্য থেকে ধৃত ছয়জন আল কায়দার জঙ্গিকে সল্টলেক এনআইএ অফিসে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দা সংস্থা। ধৃত ছয়জনের মধ্যে আতিউর রহমান ও নাজমুস শেখ এই দুইজন ছাত্রের ফোন থেকে বেশকিছু নাম্বার পাওয়া গেছে যে নাম্বারগুলো কাশ্মীরের,,, দুই ছাত্রের পাশাপাশি মুর্শিদ হাসান ও আবু সুফিয়ান এই চারজনের ব্যাংক একাউন্ট খতিয়ে দেখে যে তথ্য উঠে আসছে যে এই এই চারজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা লেনদেন করা হয়েছে। এই টাকা কোথা থেকে কোথায় গেছে এবং কাশ্মীরের যে নাম্বারগুলো পাওয়া গেছে তারা কারা এবং তাদের সঙ্গে কি সম্পর্ক, তারা এদের ইনফর্মার ছিল কিনা সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে এনআইএ গোয়েন্দা সংস্থা।