বিদেশ – প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০০০ কোটি মার্কিন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৬ হাজার কোটি টাকা।
অভিযোগ, ওই সংবাদপত্র একটি রিপোর্টে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ থাকার ইঙ্গিত দেয়। ট্রাম্পের আইনজীবীদের দাবি, এই রিপোর্ট মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, যার ফলে তাঁর ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ট্রাম্প প্রশাসন আদালতের কাছে এপস্টিন মামলার গ্র্যান্ড জুরি সাক্ষ্যের নির্দিষ্ট অংশ জনসমক্ষে আনার আবেদন জানিয়েছে।
২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এপস্টিনের মৃত্যু হয় জেলে। তাঁর সঙ্গে বহু প্রভাবশালীর সম্পর্ক থাকলেও, পুরো চিত্র এখনও স্পষ্ট নয়। নির্বাচনের মুখে ট্রাম্পকে এই বিতর্কে জড়ানোয় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
