দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় এফ আই আর করলেন বিডিও

দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় এফ আই আর করলেন বিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় এফ আই আর করলেন বিডিও। রতুয়া এক নম্বর ব্লকের কাহালা এবং বাহারাল গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় অর্থ তছরুপের অভিযোগ করলেন রতুয়া এক নম্বর ব্লকের বিডিও। ১০০ দিনের কাজে ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০ ২১ অর্থবর্ষে কাহালা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ৫১ লক্ষ টাকা এবং বাহারাল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১৭ লক্ষ টাকা তছরূপের অভিযোগ।

 

গ্রামবাসীদের করা অভিযোগের ভিত্তিতে এই দুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তদন্ত শুরু করে মালদা জেলা প্রশাসন। প্রাথমিক তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় চলতি বছরের মে মাসের কুড়ি তারিখ এই দুই গ্রাম পঞ্চায়েতের দুজন গ্রাম রোজগার সহায়ককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করা হয় রতুয়া এক নম্বর ব্লকের তৎকালীন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চৈতালি মন্ডলকেও। দুই গ্রাম পঞ্চায়েতের তিনজন করে মোট ছয় জন কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

আরও পড়ুন –গর্ভবতীকে কাঁচি দিয়ে পেটে আঘাত করার অভিযোগে পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে

এরই মাঝে দুর্নীতির অভিযোগে রতুয়া থানায় কাহালা এবং বাহারাল গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করলেন রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও। এই অর্থ তছরূপের ঘটনায় কারা জড়িতে রয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, একদিকে পুলিশ যেমন এই ঘটনা তদন্ত করছে। তেমনই একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনা তদন্ত করছে জেলা প্রশাসন। নির্দিষ্ট ভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এফ আই আর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top