এবছরেও কি পিছিয়ে যাবে অলিম্পিক ? কি বলছেন সংগঠকরা , জানুন বিস্তারিত

এবছরেও কি পিছিয়ে যাবে অলিম্পিক ? কি বলছেন সংগঠকরা , জানুন বিস্তারিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,৩জুন ২০২১:করোনা সংক্রমণ জাপানে এতটাই বেড়েছে যে জাপান সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।

এই অবস্থায় জুলাইয়ে অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে কিনা , তা নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা । তবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান টমাস বাখ নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজনের ব্যাপারে আশাবাদী। পাশাপাশি টোকিও অলিম্পিকের অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট শিকো হাশিমোতো সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদপত্রকে জানিয়েছিলেন, আরও একবার অলিম্পিক পিছিয়ে দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় ৷

প্রসঙ্গত, এ বারের অলিম্পিকে বিদেশি দর্শকদের প্রবেশ নিষেধের কথা আগেই ঘোষণা হয়েছে ৷ অলিম্পিক স্টেডিয়ামে জাপানের বাসিন্দারা ছাড়া আর কোনও দেশের দর্শককেই এ বছর গেমসে দেখা যাবে না ৷ করোনা আবহে জাপানি দর্শকদেরও কতটা গেমস দেখার অনুমতি মিলবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ৷ তাই এই অবস্থায় আগামী ২৩ জুলাই থেকে অলিম্পিক আয়োজনের কী প্রয়োজন আছে, তা নিয়েই প্রশ্ন উঠেছে ৷অনেকেই বলছেন, পিছিয়ে দেওয়া হোক এ বারের গেমস ৷ কিন্তু সংগঠকদের মতে গেমস একবার পিছিয়েছে, আর নয় ৷ অলিম্পিক আয়োজন হবে এ বছরই ৷ তাই এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই বছরই অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top