
নিউজ ডেস্ক : এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির শাহেনশাহ অমিতাভ বচ্চন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, দুই প্রজন্ম ধরে অভিনেতা অমিতাভ বচ্চন অভিনয়ের মাধ্যমে আমাদের মনোরঞ্জন করে আসছেন । তিনি আমাদের অনুপ্রেরণা। দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য এই বছরে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। এদিন অমিতাভ টুইটারে লেখেন, তিনি অভিভূত এবং কৃতজ্ঞ। প্রতিক্রিয়া জানানোর ভাষা নেই। অমিতাভকে দেওয়া হবে একটি স্বর্ণকমল, একটি শাল ও নগদ ১০ লাখ টাকা। অমিতাভ বচ্চনকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডাস্ট্রির সকল তারকারা।



















