নিজস্ব সংবাদদাতা ৮ডিসেম্বর ২০২০ হাওড়া:গতকালই দেখা গিয়েছিল নবান্নের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায় নামের পোস্টার । এমনকি হাওড়া ডোমজুড়, হাওড়া কর্পোরেশনের গেট ছিল পোস্টার । তার আগের দিন অর্থাৎ রবিবার দিন উত্তর কলকাতা শ্যামবাজার এলাকাতেও দেখা গিয়েছিল এই পোস্টার ।

এবারে বালিতেও পরল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার । মঙ্গলবার সকালে এলাকার লোকজন প্রথম লক্ষ্য করেন পোস্টারগুলো । হাওড়া হুগলির সংযোগকারী বালিখাল এলাকা, বালি নিমতলা, পোস্টার দেয়া হয়েছে।পোস্টারে লেখা শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা, দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদা কে, কাজের মানুষ কাছের মানুষ, রাজীবদা মানেই আবেগ । পোস্টারের নিচে লেখা দাদার সমর্থক বৃন্দ । সেখানে নির্মূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অথবা তৃণমূলের দলীয় চিহ্ন জোড়া ফুল । তবে এ ব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায় কাছ থেকে সরাসরি কোন মন্তব্য পাওয়া যায়নি । রাজনৈতিক মহল মনে করছেন শুভেন্দু অধিকারীর পথেই হাঁটতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তবে আজকে বালির বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার পড়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ।