কলকাতা – এবার অর্জুন সিং এর ছোট জামাইয়ের নামে নোটিশ পাঠালো CID। আগামি ৫ই মে CID তাকে দেখা করতে বলেছে দুপুর ১২ টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে বলেছে। ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাংক মামলায় তাকে হাজিরা হবার নির্দেশ দিয়েছে CID। অর্জুন সিং এর অভিযোগ বিজেপি করার জন্য তাকে চাপ সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ছেড়ে এখন তার পরিবার কে টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে এর জবাব দেবে বলে জানালেন অর্জুন সিং।
