এবার ইউরো কাপের দর্শক মহাকাশেও

এবার ইউরো কাপের দর্শক মহাকাশেও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৫ জুন, ২০২১ :ফরাসি নভোশ্চর থমাস পেসকোয়েট মহাকাশযানের ভেতরে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তা দেখে অবাক নেটিজনের ।ফ্রান্সের মহাকাশচারী পেসকোয়েট একটি ছবি ট্যুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মহাকাশের মধ্যে মহাকাশ যানে ওজনহীন অবস্থায় তিনি ভাসমান।

আর সামনে একটি বিশাল স্ক্রিনে চলছে ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচ। সেই ছবি ট্যুইট করে মহাকাশচারী পেসকোয়েট লিখেছেন, “আমরা একেবারেই সহজ গ্রুপে পরিনি।তাই ম্যাচগুলো বেশ উত্তেজক হচ্ছে। শুভেচ্ছা ফ্রান্স।” এর আগে ইতালীয় এক নভোশ্চরকে দেখা গিয়েছিল মহাশূন্যে বসে দেখছেন বিশ্বকাপের ম্যাচ। তাও যথেষ্ট আলোড়ন তৈরি করেছিল। এবার ফরাসি নভোশ্চর পেসকোয়েট। প্রসঙ্গত, এই ম্যাচে পর্তুগালের সঙ্গে ২-২ গোলে ড্র করে ফ্রান্স।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top