এবার করোনায় প্রয়াত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া

এবার করোনায় প্রয়াত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২০ মে ২০২১ :
করোনা সংক্রমণের জেরে প্রাণ গেল রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়ার । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণের খবর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , পাশাপাশি শোক প্রকাশ করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

উল্লেখ্য , ১৯৮০ থেকে মাত্র এক বছরের জন্য রাজস্থানের শাসনপাট সামলালেও পরবর্তী সময়ে জগন্নাথ পাহাড়িয়া হরিয়ানা ও বিহারের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতিই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।অশোক গেহলট টুইট করে বলেছেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়ার মৃত্যুতে অত্যন্ত শোকাহত। শ্রী পাহাড়িয়া মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হিসাবে এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দীর্ঘ সময় ধরে দেশের সেবা করেছেন। উনি দেশের বরিষ্ট নেতাদের মধ্যে অন্যতম ছিলেন।” গেহলট জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতির সমান।রাজস্থানের রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার একদিনের শোকপালন দিবসের ঘোষণা করা হয়েছে। সমস্ত সরকারি অফিস বন্ধ রাখা ও জাতীয় পতাকা অর্ধ নিমজ্জিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

করোনা সংক্রমনের জেরে একের পর এক প্রাণ হারাচ্ছেন রাজনৈতিক মহল থেকে বিশিষ্ট ব্যাক্তিরা।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top