নিউজ ডেস্ক, কলকাতা,২৮ অক্টোবর,২০২০: করোনার থাবা বসিয়েছে এবার অপরাজিতা আঢ্যর শরীরে। করোনা আক্রান্ত হওয়ার পর আপাতত তিনি হোম আইসলেশনে আছেন বলে জানা গিয়েছে। এবং চিকিৎসকের সব পরামর্শ মেনে চলছেন অভিনেত্রী। যদিও, অপরাজিতা আঢ্যর পরিবারে আর কেউ করোনা আক্রান্ত হয়েছেন কিনা সেই বিষয় কিছু জানা যায় নি। উল্লেখ্য, এর আগেই টলিউডের কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, রাজ চক্রবর্তী সহ আরো অনেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবং পরে উভয়ই সুস্থ হয়ে আবার কাজে ফিরেছেন। করোনার মারণ থাবা বড় পর্দার অভিনেতা অভিনেত্রীর শরীরেও বসিয়েছে। প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও চিকিৎসার পর তাঁর শরীরে করোনা সংক্রমণ নেগেটিভ এসেছে কিন্তু বর্তমানে তিনি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে জীবন যুদ্ধের লড়াই চালাচ্ছেন।
