
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ, এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে এতদিন যাদের দেখতে অভ্যস্ত সকলেই, সেই পুলিশকে আজ দেখা গেল অন্য ভূমিকায়। সম্প্রতি নোবেল করোনা ভাইরাস সংক্রমণের মোকাবেলায় এবার হাত বাড়ালো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-এর নোয়াপাড়া থানার পুলিশ।
আই সি স্বপন সাহা-র উদ্যোগে এই থানার সমস্ত আধিকারিক থেকে শুরু করে থানায় আসা সাধারণ মানুষকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচার নানান সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ ছাড়াও প্রায় ১০০ টি মাস্ক বিতরণ করার পাশাপাশি স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখার পরামর্শ দেন তারা।



















