নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১৬ ই অক্টোবর:এবার কুকুর আতঙ্ক নদীয়ার বিরনগরে। 8 থেকে 9 জনসহ এক শিশুর গাল থেকে মাংস তুলে নিল একটি কুকুর। আক্রান্তরা প্রত্যেকে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, নদীয়ার তাহেরপুর থানা বীরনগর পৌরসভা এলাকায় একটি বাজারের কাছে ওই কুকুরটি ঘুরে বেড়াচ্ছিল। সে সময় প্রথমে কয়েকজন শিশুকে আক্রমণ করে কুকুরটি। এরপর একের পর এক পথযাত্রীকে কামড়াতে থাকে। জানা যায়, এক শিশুর গালে কামড়ে অনেকটা মাংস ছিড়ে নিয়েছে ওই কুকুরটি। যার জেরে বীরনগর বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আক্রান্তদের প্রত্যেককে প্রথমে বীরনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের পরিবারের দাবি অবিলম্বে থেকে কোন ব্যবস্থা নেওয়া হোক। না হলে ওই কুকুরটি আবারো কয়েকজনকে আক্রমণ করতে পারে। কুকুর আতঙ্কে এলাকায় পথে চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। যদিও বীরনগর পৌরসভা তরফ থেকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
এবার কুকুর আতঙ্ক নদীয়ার বিরনগরে
এবার কুকুর আতঙ্ক নদীয়ার বিরনগরে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram