নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ,লালাবাগ, ৪ অক্টোবর,২০২০:
এবার ক্ষমতা কৃষকদের হাতে পড়বে ছাই দালালদের বারা ভাতে। এমনই শ্লোগান দিয়ে কৃষক আইন ২০২০ কে সমর্থন করে আজ মুর্শিদাবাদ পৌরসভার নাকুড়তলা মোড়ে বিজেপির হয়ে পথে নেমেছিলেন বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরী শংকর ঘোষ ও মাননীয় রাজ্য কমিটির সম্পাদিকা ও লকেট চাটার্জি । তারা সবজি বাজারে ঘুরে ঘুরে প্রতিটি সবজি বিক্রেতার কাছে এই কৃষি আইন সম্বন্ধিত নানা রকম তথ্য তাদের সামনে তুলে ধরেছিলেন।
