
এবার খোদ সরকারি আবাসন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে, ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবারের সদস্যদের অনুস্পস্থিতিতে এই চুরির ঘটনা ঘটে
সুত্রের খবর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর কর্মী মোঃ জহির উদ্দিন জানান সম্প্রতি তাঁর মৃত্যুর ঘটনায় সে ও তার পরিবারের লোকেরা আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়িতে ফেরেন। এসে দেখেন বাড়ির তালা ভাঙ্গা এবং সর্বোচ্চ সোনা দানা সহ টাকা পয়সা সব কিছু লুট করা হয়েছে। স্বাভাবিকভাবেই এ ধরনের চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সরকারি আবাসনে কোন নিরাপত্তা রক্ষী নেই। আবাসনের পাশে চলে দুষ্কৃতীদের আখড়া। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। গোটা ঘটনার খবর সময় ইংরেজ বাজার থানা কে দেওয়া হলেও সময় মত পুলিশ আসেনি বলে অভিযোগ। এতেই আতঙ্কিত আসাসনের বাসিন্দারা


















