এবার টোকিও অলিম্পিক মঞ্চে যোগ্যতা অর্জন করলেন পেশায় ভারতীয় নাবিক

এবার টোকিও অলিম্পিক মঞ্চে যোগ্যতা অর্জন করলেন পেশায় ভারতীয় নাবিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩জুলাই,২০২১: পেশায় তিনি একজন ভারতীয় নাবিক, তবে বর্তমানে তার পরিচয় একজন অ্যাথলিট হিসেবে। এই প্রথম কোন পুরুষ ভারতীয় অ্যাথলিট ৪০০ মিটার হার্ডলসে যোগ্যতা অর্জন করেছেন অলিম্পিকে। ৪০০ মিটার হার্ডলসে। পাতিয়ালায় আন্তরাজ্য প্রতিযোগিতায় সোনা জিতে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন এই নাবিক। সেই রাজ্য থেকেই এবার এক নাবিক যোগ্যতা অর্জন করলেন ৪০০ মিটার হার্ডলসে। দ্বিতীয় ভারতীয় হিসেবে।


আন্তঃরাজ্য প্রতিযোগিতায় ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন ২৫ বছরের অ্যাথলিট এম পি জাবির। প্রতিযোগিতা শেষ করেন ৪৯.৭৮ সেকেন্ডে।আর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন জাবির। ২৫ বছরের জাবির নৌবাহিনীতে কাজ করেন। তিনি নৌবাহিনীর নাবিক। নিজের পেশা সামলে গত কয়েকবছর ধরেই জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ৪০০ মিটার হার্ডলসের নজর কাড়ছেন জাবির। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা ‘রোড টু অলিম্পিক্স’ ক্রমতালিকায় যে ৪০জন অ্যাথলিট যোগ্যতা অর্জন করেছে, তার মধ্যে ৩৪ নম্বরে আছেন কেরালার মন্নপুরমের এই অ্যাথলিট।এই প্রথম কোন পুরুষ ভারতীয় অ্যাথলিট ৪০০ মিটার হার্ডলসে যোগ্যতা অর্জন করেছেন অলিম্পিকে।বিশ্বের তাবড় অ্যাথলেটিক্সদের ভিড়ে নিজেকে প্রমাণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ২৫ বছরের এই নাবিক এম পি জাবিরের কাছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top