
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা:- আবারো শক্ত হলো শাসক দলের হাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে বাউল শিল্পী লক্ষণ দাস বাউল যোগদান করলেন তৃণমূলে। এদিন দলীয় পতাকা তার হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। পার্থ বাবু এদিনের অনুষ্ঠানে জানান , একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপন্ন মানুষের পাশে দাড়াচ্ছেন তখন বিরোধী রা শুধু নিজের মুখ দেখানোর জন্য বিভিন্ন ভাবে বক্তব্য রাখছেন।বাঙালি কৃষ্টি সাংস্কৃতিক একটা রাজনৈতিক দল কালিমালিপ্ত করার চেষ্টা করছে। রবীন্দ্রনাথের সংস্কৃতি কে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র আছে বলে এরা এখানে এইসব করছে। উত্তর প্রদেশে কি অবস্থা আগে দেখুক। বাংলার শিল্পী সংস্কৃতির কার্তিক দাস বাউল সাধক পদ্মা ভূষন পুরস্কারে সম্মানিত হয়েছেন। শুধু তাই নয় সন্দ্বীপ ধালকিয়া ব্যবসায়ী ক্ষুদ্র শিল্পের গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রানীগঞ্জ ও পশ্চিম মেদিনীপুর কাজ করেন। বাংলার কৃতি মানুষেরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থন করেছেন। এবার বাউল শিল্পী লক্ষণ দাস বাউল যোগদান করলেন তৃণমূল কংগ্রেস এ।এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন।



















